পদ্মবিল
স্থানঃ দক্ষিণগ্রাম, রাজাপুর, বুড়িচং, কুমিল্লা।
যেভাবে যাবেনঃ রাজগঞ্জ থেকে দক্ষিণগ্রামের দিকের সি এন জি পাওয়া যায় (ভাড়া ৪০/৫০ টাকা)। দক্ষিণগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সামনে নেমে পশ্চিম দিকের(বিদ্যালয়ের বিপরীতে) রাস্তা দিয়ে ৩/৪ মিনিট হেটে তারপর বাম দিকে (দক্ষিণ দিক) ২/৩ মিনিট হাটলেই দেখা মিলবে।
তবে পাড় থেকে ফুলের স্থানটা দূরে । নৌকা না পেলে কিছুই করার থাকবে না। বাড়তি কাপড় নিয়ে গেলে ভিন্ন কথা। দুটা নৌকা ছিল। একটা নৌকা মালিক আর চালায় না, ডুবিয়ে রাখছে। অন্যটা নাও পেতে পারেন। কারন এগুলো পার্সোনাল নৌকা, মাছ চাষের জন্য ব্যবহার করতো। তবে রেল রাস্তার পাশ দিয়ে গেলে কাছে পাবেন।ঐ দিকটায় সাদা পদ্ম।
বিলের সৌন্দর্য নিয়ে কয়েকটা কথাঃ
ফুল আছে, তবে প্রয়োজনের তুলনায় কম।বিলটির সৌন্দর্য ধরে রাখার জন্য স্থানীয়রা বিন্দু পরিমাণও সচেতন না। বরং তারাই বেশি ফুল ছিড়ে। ছোট ছোট বাচ্চারা শুধু কলি গুলো ছিড়ে নিয়ে আসে, খাওয়ার জন্য। স্থানীয়রা সচেতন হলে বিলটির সৌন্দর্য বৃদ্ধি পেত।