মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম,
পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না
এমন দরদী ভবে কেউ হবেনা আমার মা গো,
পিতা আনন্দে মাতিয়া,সাগরে ফেলিয়া,
সেই যে চইলা গেল ফিরা আইল না,
মায়ের ধরিয়া যঠরে, কত কষ্ট করে,
দশ মাস দশ দিন পরে গেল বেদনা,
এমন দরদী ভবে কেউ হবেনা আমার মা গো,
কি বলব প্রসবের ব্যাথা, মা বিনে সেই ব্যাথা
কেউ তো বুঝলনা মা গো,
মায়ের ঠেকিয়া সন্তানের দায়,
অকালে মা প্রান হারায়।
কেন সে মায়ের ভক্তি রাখনা? আমার মা গো।
মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম,
পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না।
এমন দরদী ভবে কেউ হবেনা আমার মা গো,