যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে।।
জোর করে মন হরন কর না করে ছলনা,
এই যে ভীষন যন্ত্রনা।
আপন মন হয় যদি মনের মতন,
মনে মন করে আকর্ষণ ।
সেই মনে আর ঘুনে ধরে না রে মন ধরে না ।।
ভালো লাগলে ভালবেসে,
কাছে বসে মুচকি হাসে,
তাড়াইয়া দিলেও সরে না রে মন সরে না।
এই যে ভীষন যন্ত্রনা।
আশার মশাল জেলে বুকে,
অন্ত্রে যন্ত্রে করে সাধনা রে মন মিলে না ।।
নিদয়া নিঠুর পাষান,
আখি জলে মন টলে না রে তার টলে না।
এই যে ভীষন যন্ত্রনা।
বেহায়ামনা শামশুল হকে, আশার মশাল জেলে বুকে,
অন্ত্রে যন্ত্রে করে সাধনা রে মন মিলে না ।।
মনচোরা হালিম চান, নিদয়া নিঠুর পাষান,
আখি জলে মন টলে না রে তার টলে না।
এই যে ভীষন যন্ত্রনা।
- শামশুল হক চিশতী