" মা" পৃথিবীর সবচেয়ে মধুর ডাক। মাতৃত্বেই সকল মায়া, মমতা ও ভালোবাসার শুরু এবং শেষ। কথিত আছে, ব্রিটেনেই প্রথম শুরু হয় মা দিবস পালনের রেওয়াজ মার্কিন সমাজকর্মী জুলিয়া ওয়ার্টস প্রথম " মা" দিবস পালনের সূত্রপাত ঘটায় ।সপ্তদশ শতকে প্রতি বছর মে মাসের চতুর্থ রবিবারকে মাদারিং সানডে হিসাবে পালন করা হতো ব্রিটেনে। মায়ের সঙ্গে সময় দেওয়া ও মায়ের জন্য উপহার কেনা ছিল দিনটির কর্মসূচিতে। এর পর ১৮৫৮ আমেরিকার পশ্চিম ভার্জিনিয়াতে প্রথম মা দিবস পালন করা হয় । জুনের ২ তারিখকে তারা বেছে নিয়েছিল মা দিবস হিসাবে। আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন কতৃক সর্ব প্রথম মা দিবসকে সরকারি ছুটির দিন হিসাবে ঘোষিত হয় ।মার্কিন কংগ্রেস ১৯১৪ সালের ৮ মে মে মাসের দ্বিতীয় রবিবারকে 'মা' দিবস হিসাবে ঘোষণা করে । সেই থেকে এই দিনে আন্তর্জাতিক ভাবে পালিত হচ্ছে মা দিবস।