গ্যালাক্সির গঠন : প্রতিটি গ্যালাক্সির সাধারণ উপকরণ হলো- অসংখ্য নক্ষত্র এবং এই সকল গ্যালাক্সি-অধীনস্থ বস্তুপুঞ্জ (interstellar matter)। অনিয়ন্ত্রিত গ্যালাক্সি ছাড়া, সকল ধরনের গ্যালক্সির অন্তর্গত সকল উপকরণ একটি কেন্দ্রীয় বলের অধীনে থাকে এবং এগুলো উক্ত কেন্দ্রীয় বলকে অবলম্বন করে আবর্তিত হয়। ক্ষেত্রবিশেষ এই কেন্দ্রটি উজ্জ্বল কিম্বা নিস্প্রভ হতে পারে। গ্যালাক্সি ভেদে গ্যালাক্সি-অধীনস্থ বস্তুপুঞ্জ পরিমাণ কমবেশি হতে পারে। এছাড়া একটি গ্যালাক্সির অধীনে একাধিক গ্যালক্সিও থাকেতে পারে। এই বিচারে গ্যালক্সির অধীনস্থ উপকরণগুলোকে যে কয়েকটি ভাগে ভাগ করা যায়, তা হলো—
১. অধীনস্থ গ্যালাক্সি : গ্যালাক্সিগুলো তৈরি হওয়ার সময়, কিছু গ্যালাক্সি একটি সুনির্দিষ্ট এলাকায় এককভাবে বিন্যস্ত হয়েছিল। এই সকল গ্যালাক্সির কাছাকাছি অন্য কোন গ্যালাক্সি না থাকায়, এরা একাকী নিজেদের রাজত্ব রক্ষা করতে সমর্থ হয়েছিল। কিন্তু এই জাতীয় গ্যালাক্সি সত্যিকার অর্থে স্বাধীন কিনা তা মহাকাশের সার্বিক চিত্র মানুষের কাছে যতদিন প্রকাশ না পায়, ততদিন সুনিশ্চিতভাবে বলা মুসকিল। কারণ, এর আগে কোন কোন গ্যালাক্সিকে স্বাধীন মনে করা হলেও, পরে দেখা গেছে এরা অন্য কোন গ্যালাক্সির উপ-গ্যালাক্সি মাত্র।
অন্যদিকে মহাকাশের অল্প দূরত্বের মধ্যে যখন একাধিক গ্যালাক্সি তৈরি হয়েছিল, তখন তারা পরস্পরের সাথে মহাকর্ষীয় আকর্ষণে বাধা পড়ে গিয়েছিল। এক্ষেত্রে একটি গ্যালাক্সির ভিতরে অপরটি ঢুকে না পরে- একটি অপরটির অধীনস্ত হয়ে পড়েছিল। স্বাভাবিকভাবে যে গ্যালাক্সিটির ভর এবং মহাকর্ষীয় শক্তি অধিকতর প্রবল ছিল, তাকে কেন্দ্র করে অল্প ভরবিশিষ্ট ও অল্প মহাকর্ষীয় শক্তির গ্যালাক্সি আবর্তিত হতে শুরু করেছিল। এক্ষেত্রে আমরা সূর্য এবং এর গ্রহগুলোর ভিতরে যে আবর্তনের সম্পর্ক লক্ষ্য করি, গ্যালাক্সি কেন্দ্রিক গ্যালক্সির আবর্তনের সম্পর্কও সে রকমই লক্ষ্য করবো।
এইভাবে বিভিন্ন সংখ্যক গ্যালাক্সি মহাকাশে মহাকর্ষীয় শক্তির দ্বারা ছোট-বড় দল গঠন করতে পারে। এই দলগঠনের সবচেয়ে ছোট দলকে বলা হয় স্থানীয় দল (Local Group)। সাধারণত ৩০-৫০টি গ্যালাক্সি