সাদা আলো মৌলিক আলো নয় অর্থাৎ একাধিক আলোর সমষ্টি- সেটি প্রমাণ করার জন্য বিজ্ঞানী আইজ্যাক নিউটন প্রিজম দ্বারা বিখ্যাত পরীক্ষাটি করেন।
তিনি একটি সূক্ষ ছিদ্রের মধ্য দিয়ে সাদা আলোকে একটি সরু আলোকরশ্মিকে একটি প্রিজমের উপর ফেলেন। অপর পাশে একটি পর্দা রাখেন। ফলাফল হিসেবে দেখেন প্রিজমের উপর আপতিত আলোক রশ্মি প্রতিসরিত হয় অপর পাশের পর্দায় পরে এবং পর্দায় সাতটি বর্ণের রঙিন পট্টি বা বর্ণালী দেখা যায়। বর্ণালীতে যথাক্রমে বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা, এবং শেষে লাল বর্ণ দেখা যায়। এতেই প্রমাণিত হয় যে সাদা আলো মৌলিক আলো নয় বরং যৌগিক বর্ণ অর্থাৎ সাতটি বর্ণের সমষ্টি।