FARTHER এবং FURTHER এর সঠিক ব্যবহার
দূরত্ব শব্দটা যখন আক্ষরিক অর্থে ব্যবহার করা হয় তখন Farther ব্যবহার করা হয়। আর দূরত্ব কথাটা যখন রূপক অর্থ ব্যবহার করা হয় তখন Further ব্যবহার করা হয়।
অর্থাৎ দূরত্ব যখন ইঞ্চি বা মাইল হিসেবে মাপা যাবে তখন Farther ব্যবহৃত হবে, কিন্তু দূরত্ব যখন মাপা যাবে না, যেমন প্রেমিক প্রেমিকার মনের দূরত্ব, সেসব ক্ষেত্রে Further ব্যবহৃত হবে। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো।
• Paris is farther from New York than London is.
• Paris is further from my thoughts than London is.
• We hiked seven miles but then were incapable of hiking
farther.
• I made a nice outline for my thesis but never went any
further.