ফ্রান্সের দর্শনীয় স্থানঃ
১.আইফেল টাওয়ার-আইফেল টাওয়ার ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত। এর নির্মাতা গুস্তাভো আইফেল, যিনি ১৮৮৯ সালে প্যারিস আন্তর্জাতিক প্রদর্শনীর প্রবেশদ্বার তোরণ হিসেবে এটি নির্মাণ করেন। টাওয়ারটির উচ্চতা ৩২৪ মিটার। সেসময় ১৮ হাজার ৩৮ টি বিভিন্ন আকৃতির ছোট-বড় লোহার খণ্ড দিয়ে টাওয়ারটি তৈরি করা হয়েছিল। দর্শনার্থীদের জন্য লৌহ নির্মিত এই টাওয়ারটির তিনটি স্তর রয়েছে। তবে এর তৃতীয় স্তরটিই প্যারিস শহর পর্যবেক্ষণ করার জন্য সর্বাধিক জনপ্রিয়। প্রতিদিন গড়ে প্রায় ২৫ হাজার দর্শনার্থী আসে এই আইফেল টাওয়ার দেখতে।
২.লুভ্যর মিউজিয়াম-ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্বের অন্যতম বিখ্যাত ও সমৃদ্ধ লুভ্যর মিউজিয়াম।
৩.মন্ট সেন্ট-মিচেল-সমুদ্র থেকে উত্থিত মন্ট সেন্ট মিচেল যেন এক অদ্ভূত কাল্পনিক দূ্র্গ। ফ্রান্সের নরমান্ডি উপকূলের কাছাকাছি একটি ক্ষুদ্র দ্বীপে এর অবস্থান।
মধ্যযুগীয় এই দূর্গটি গির্জাতে স্থাপিত হয়।
৪.কোয়টে দে গ্রেনিট রোজে-ফ্রান্সের উত্তর ব্রিটানি প্রদেশের একটি দর্শনীয় স্থান কোয়টে দে গ্রেনিট রোজে। এই উপকূলীয় অঞ্চল রক্তিম আভাযুক্ত পাথরে ভরা। এখানে পাথরগুলোকে গাঁ ভিজিয়ে রেখেছে শান্ত পানি।
সূর্য ডোবা আর ওঠার এমন আলো-আঁধারির সময়ে কোয়টে দে গ্রেনিট রোজে অপূর্ব এক মায়াপুরি হয়ে ওঠে।