বাংলাদেশে বিভিন্ন যায়গায় ইন্টারনেটের দাম বিভিন্ন ধরনের হয়ে থাকে তা কিছু কারন রয়েছে।
১. ব্রডব্রান্ড ইন্টানেটের ক্ষেত্রে এই বিষয়টা খুবই বেশী লক্ষনীয়
২. এলাকা ভিত্তিক প্রভাবের কারন হতে পারে। অনেকে তার নিজস্ব এলাকায় অন্য সার্ভিস প্রভাইডারকে ঢুকতে দেয় না। গ্রহকদের কাছ থেকে বেশী টাকা আদায় করে।
৩. এলাকা ভিত্তিক সিন্ডিকেট সার্ভিস প্রভাইডারও আছে যারা দাম কোন কোন ক্ষেত্রে বেশী রাখে।
৪. যেসব এলাকায় কম দাম সেসব এলাকায় সার্ভিস প্রভাইডার বেশী।
৫. বড় কোম্পানীগুলো দাম কমিয়ে রাখে যাতে ছোট কোম্পানী ব্যবসা না করতে পারে।
৬. ১ এমবি ডেডিকেটেড ব্যান্ডউইথের দাম বেশী ৩ এমবি শেয়ার্ড ব্যান্ডউইথের চেয়ে। সেক্ষেত্রে দাম কমবেশী হবে।
৭. সার্ভিস কোয়ালিটির উপরেও ইন্টানেট ব্যান্ডউইথের দাম নির্ভর করে।
ধন্যবাদ