৪র্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি
আমাদের ওপর দিনে দিনে যে প্রযুক্তিনির্ভরতা এসে ভর করছে সেটার জন্য কোনভাবেই প্রযুক্তি কিংবা অদৃশ্য কোন শক্তি দায়ী নয়। আমরা নিজেরাই প্রযুক্তিকে নিয়ে আসছি, নাগরিক হিসেবে, ভোক্তা হিসেবে কিংবা বিনিয়োগকারী হিসেবে। আমাদের সক্ষমতাকে কাজে লাগিয়ে ডিজিটাল বিপ্লবকে এমন একটা রূপ দিতে হবে যা আমাদের ভবিষ্যতের জন্য হুমকি না হয়ে মানবসভ্যতার উন্নয়ন ঘটাবে। তা করতে হলে তথ্যপ্রযুক্তির বিশ্বব্যাপী যে উন্নয়ন ঘটছে তা একটি কমন প্ল্যাটফর্মে আনতে হবে যাতে প্রযুক্তি কোন নির্দিষ্ট জাতি বা কোম্পানির একক দখলদারি সম্পদে পরিণত না হয়। মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে এগুতে হবে, তাহলেই প্রযুক্তির এই বিপ্লবের স্বার্থকতা আসবে।