ইরানীরা উপহার দিতে ভীষণ পছন্দ করে। কেউ যদি কোন ট্রিপ থেকে আসে সে অবশ্যই পরিবারের অন্যান্য সদস্যদের জন্য উপহার নিয়ে আসে। কেউ যদি তাদের ব্যক্তিগত বা ব্যবসায়িক জীবনে কোন বড় সাফল্য অর্জন করে তবে তাকে উপহার প্রদানের মাধ্যমে অভিনন্দন জানানো হয়। বাড়ির কাজের লোকদের ইরানের নববর্ষে কিছুনা কিছু উপহার দিতেই হবে। টাকা দিলে অবশ্যই নোট নতুন হতে হবে।
আপনি যদি কোন ইরানের বাড়িতে আমন্ত্রিত হন তবে অবশ্যই সাথে ফুল বা প্যাস্ট্রি নিয়ে যাবেন। আর দেওয়ার সময় বিনয়ের সুরে বলতে হবে সামান্য কিছু উপহার।