মন সম্পর্কে সম্যক কোন জ্ঞান কারোরই নেই, শুধু মনে করে প্রাণীর অন্তর বা মন বলে কিছু আছে যা শুধুমাত্র অনুভব বা উপলব্ধি দিয়ে ধারণা করা হয়। মনের এই বৈশিষ্ট গুলি বুঝতে হয় শুধুমাত্র অনুভবের দ্বারা। তবে
অন্তর যে মানুষকে তাড়িয়ে বেড়ায় তা খুবই পরিস্কার।
মনের কার্যক্রমঃ
মনের কাজকর্মের যেটুকু শরীর নিয়ন্ত্রণ করে, সেটা করে
মস্তিষ্কের মাধ্যমে। আর মন থাকে এই মস্তিষ্কের মধ্যেই। মন নিয়ে কতই না ভাবনা, জল্পনা। চিকিৎসা বিজ্ঞানের মতে, পুরুষের মতো নারীরও মনের বেশির ভাগ কাজকর্মই নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের সাহায্যে। আমরা কথায় কথায় বলি, ‘ওর মাথায় গোবর পোরা’ অথবা ওর মাথায় বেশ ঘিলু আছে। অথচ বাস্তবে মস্তিষ্ক হলো মাথার
খুলির গহ্বরের ভেতরের নরম টিস্যু।