মন হল একটি আবেগ বা অনুভূতি। যা স্নায়ুতন্ত্রতে প্রভাব বিস্তার করে।
১.অতিমাত্রায় আবেগের কারণে ছেলেদের
তুলনায় মেয়েদের মন খারাপ বেশি হয়ে থাকে। কারণ মেয়েরা তাদের অনেক কথা লুকাতে চেষ্টা করে। সে রকম খুব কাছের ভালো বন্ধু বিশ্বাস করার মতো কাউকে খুঁজে পায় না বলে। কিংবা অতীতের কোনো না-বলা ঘটনাগুলোকে মেয়েরা সহজে মন থেকে মুছে
ফেলতে পারে না, যা মেয়েদের মনকে কষ্টে রাখে ও মন খারাপ করে রাখে।
২.ভালোবাসার সম্পর্ক, ক্যারিয়ার, সফল না হওয়া, হতাশা, সমাজে অবস্থান, অর্থকষ্ট,
পরিবারে অবস্থান ও সমর্থন, বেকারত্ব, সংসারে অশান্তি, ঝগড়া, যৌন জীবনে
কষ্ট, সুখ না পাওয়া। মানসিক চাপ এবং পারিবারিক ভালোবাসার অভাব, অতীতের
কোনো লঘু বা গুরুতর পাপ ও অপরাধ করলে, কোনো একটা বিশেষ
ট্র্যাজেডির কারণে জীবন থমকে গেলে—এসব কারণে একটা মানুষের সাধারণত মন খারাপ হয়ে থাকে ।