#কোডেক্স_গিগাস বা শয়তানের বাইবেল
××××××××××××××××××××××××××××××
বইটির অপর নাম শয়তানের বাইবেল, রহস্যময় বই গুলোর মধ্যে এটিই সবচাইতে বেশি আলোচিত। ধারনা করা হয় ১২০০ শতকের সময় , চামড়া দিয়ে পৃষ্ঠা আর কাঠের উপর বিভিন্ন ধাতুর দ্বারা এর মলাট প্রস্তুত করা হয়। কথিত আছে ৩১০ পৃষ্ঠার পার্চমেন্ট কাগজের ৭৪ কেজি ওজনের বইটি তৈরীতে ১৬০ টি গাধার চামড়ার প্রয়োজন পরেছে। বর্তমানে বইটির অনেক পৃষ্ঠা গায়েব , গবেষকদের মত্যে শয়তানের সাথে যোগাযোগের বিস্তারিত আলোচনা ওই পৃষ্ঠাগুলোতে ছিলো।
বইটির উদ্ধারকৃত বিষয়গুলো কী কী ?
বিভিন্ন ধরনের অদ্ভুত বস্তু দিয়ে ওষুধ প্রস্তুত, অশুভ শক্তির প্রভাব ছাড়ানো , মেডিকেল সাইন্স এর সাথে মিল রয়েছে এমন কিছু টপিক, অশুভ লুসিফার বিষয়ক অনেক তথ্য বইটিতে রয়েছে।
বইটির লেখক কে ছিলো?
বিভিন্ন ধারনার মধ্যে এই ধারনাটিকেই গ্রহনযোগ্য ধরে নেয়া হয় যে, বর্তমানের চেক রিপাবলিকের একটি গ্রামের চার্চে ছিলেন Hermann Inclusus – "Herman the Recluse" নামের এক সাধু , চার্চের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ভঙ্গ করার জন্য তাকে একটি ঘরের মধ্যে বন্দিত্বের শাস্তি দেয়া হয়।
প্রচলিত আছে, বন্দি থাকা অবস্থায় সাধুর সাথে শয়তান লুসিফার যোগাযোগ করে এবং বইটি লিখার জন্য অনুরোধ জানালে সাধু বইটি লেখার কাজ শুরু করে। অনেকে বলে এক রাতের মধ্যে বইটি লেখার কাজ শেষ হয় আবার অনেকে বলে ৩০ বছরের কাছাকাছি সময় লেগেছিলো।
বইটির পরীক্ষা করে দেখা যায় এটির লেখক একজনই , বইতে লেখার পাশা পাশি বিভিন্ন ধরনের চিত্র আঁকা হয়েছে, বইর প্রথম পরিচ্ছেদে শয়তান লুসিফারের একটি পোটরেইট রয়েছে। এছাড়াও যাদু বিদ্যার টিউটোরিয়াল বুঝাতে রয়েছে অনেক অদ্ভুত ছবি। বইতে জেরুজালেম নগরের ছবিও রয়েছে বলে জানা যায় ।
বইটি বর্তমানে সুইডেনের স্টকহোমের জাতীয় লাইব্রেরিতে বইটি রয়েছে।
~~~~~