ফোর্ট উইলিয়াম কলেজ
বাংলাদেশে কর্মরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্মচারীদের দেশীয় ভাষায় শিক্ষাদানের জন্য তৎকালীন ইংরেজ শাসিত ভারতের গর্ভনর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক ১৮০০ খ্রিষ্টাব্দে ৪ মে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ।
ফোর্ট উইলিয়াম দূর্গের অভ্যন্তরে কলেজটি প্রতিষ্ঠিত হওয়ায় কলেজটির নাম দেয়া হয় ফোর্ট উইলিয়াম কলেজ।
বাংলা গদ্য সাহিত্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান বিশেষভাবে উল্লেগযোগ্য ।
১৮০১ খ্রিষ্টাব্দে এই কলেজে বাংলা বিভাগ প্রবর্তিত হলে অধ্যক্ষ হিসেবে যোগ দেন শ্রীরামপুর মিশনের পাদ্রি এবং বাইবেলের বাংলা অনুবাদক বাংলায় অভিজ্ঞ উইলিয়াম কেরি ।
তিনি পরিচিত দুজন পন্ডিত ও ছয়জন সহকারী পন্ডিতের সহযোগিতায় বাংলা গদ্য রচনায় আত্মনিয়োগ করেন।
কলেজের অন্যান্য পন্ডিতদের মধ্য ছিলেন রামরাম বসু,মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ,গোলকনাথ শর্মা ,রাজীবলোচন মুখোপাধ্যায় ,হরপ্রসাদ রায়, চণ্ডীচরণ মুনশি ,তারিণীচরণ মিত্র।
ফোর্ট উইলিয়াম পূর্ব যুগে বাংলা গদ্য পুস্তক লিখেছেন ১৮০১ থেকে ১৮১৫ খ্রিষ্টাব্দের মধ্যে ৮ জন লেখক ১৪ খানি গদ্য গ্রন্থ।