সামাজিক মূল্য-বোধে'র অবক্ষয়- নানান বিষয়ে'র গণ্ডি ধরে হয় । প্রত্যাশা'র অ-প্রাপ্তি' তার মধ্যে অন্যতম । জীবন-টা পুরো প্রত্যাশা'র দোকান । দোকান না খুললে, যেমন- ব্যবসা হয়-না । ব্যবসা না হলে, ব্যবসায়ী'র সংসার চলে-না । সংসার না চললে, জীবন অনুষঙ্গে ব্যাঘাত ঘটে । ব্যর্থ-তা হয় জীবন'- এর অভিশাপ । কেউ'ই অভিশপ্ত হভে, চায়-না । মুক্ত হতে, পথ খোঁজে- অভিশপ্তক । বোধে'র ব্যামো হয় । উচিত, অ-নুচিত ভাবনা-গুলো উড়ান দেয় । তখন- মুক্ত হবার নেশা'ই তার জীবনে'র এক-মাত্র প্রতিপাদ্য বিষয় হয়ে উঠে । এমন, তেমন যা ইচ্ছা- তাই করে বসে । মস্তিষ্কে সু-বোধে'র নির্মম পরিণতি ঘটে ! জ্বলজ্বলে হয়ে ওঠে- সামাজিক মূল্যবোধে'র অবক্ষয়ে'র চালচিত্র । সে চিত্র-রূপ নানান সামাজিক প্রতিবন্ধকতা'র হাত ধরে- মানুষে'র ভেতর প্রবেশ করে ।।
=
মনিরুজ্জামান প্রমউখ ।
হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ হতে ।
পরিচালক- সাহিত্যে'র বাস্তু-ডাক-ঘর ।
উদ্যোক্তা- প্রমউখ' ব্যবসা ঘর ।।
=