আসলে, পৃথিবী-টা এক মায়া-নগর । যার- প্রতিপাদ্য বিষয়- হিংস্র-তা । প্রত্যেক প্রাণী তার- বেঁচে থাকা'র লড়াইয়ে, অপেক্ষা-কৃত দূর্বল প্রাণী-কে ভক্ষণ করে- বেঁচে থাকে । এখানে, এ-টা'ই নিয়ম । মানুষ শুধু- তার ব্যতিক্রম । কেননা- মানুষে'র উপার্জন ক্ষমতা রয়েছে । তাই, মানুষ সরাসরি- ভক্ষণ করতে, যায়-না । আরও যে- জৈবিক উপাদান রয়েছে, তার চাহিদা-অনুভব-কেন্দ্র সমষ্টি'র ভেতরে । কিন্তু- জাগতিক নিয়মাবলী হতে, নিজে-কে অ-চ্ছুত করবার সুযোগ তার নেই । তার কারণে- মানুষ অপেক্ষা-কৃত দূর্বল প্রাণী- কুকুর, বিড়াল' দেখলে'ই কোনো কারণ ছাড়া'ই তেড়ে যায় ! এ-টা পৃথিবী'র জাগতিক প্রবৃত্তি'র'ই লয় । এই লয় হতে'ই মানুষ- পৃথিবী'র অগ্রসর-মান-তায় ক্ষয় প্র-বৃদ্ধি'র নিয়ামক ।।