স্মার্ট কার্ড বাংলাদেশ
.
#১০ ডিজিটের স্মার্ট কার্ড,
#১০ বছর পর্যন্ত হবে কার্ডটির মেয়াদ,
#২২ ধরনের নাগরিক সেবা পাওয়া যাবে,
#২৫ টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে,
#৩২ ধরনের তথ্য থাকবে স্মার্ট কার্ডের চিপ (তথ্যভান্ডার) , যা মেশিনে পাঠযোগ্য,
#১০৫ নম্বরে ফোন দিয়ে কার্ড সম্পর্কিত তথ্য পাওয়া যাবে।
#ফ্রান্সের অবার্থুর টেকনোলজিস সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে স্মার্ট কার্ড প্রস্তুত ও বিতরণের লক্ষ্যে।
বাংলাদেশ এর নাগরিক এর জন্য একটি ডিজিটাল পরিচয় পত্র।
প্রাথমিক পর্যায়ে স্মার্ট কার্ড পাচ্ছেন
ঢাকা উত্তরের ১ নং ওয়ার্ড(উত্তরা) এবং ঢাকা দক্ষিনের ১৯,২০ ও ২১ নং ওয়ার্ড (রমনা থানা) এর সম্মানিত ভোটার
#কুড়িগ্রামের দাশিয়ারছড়ায় স্মার্ট কার্ড বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গিয়েছে।
#স্মার্ট কার্ড এর জনক = রোল্যান্ড মোরেনো.