গঙ্গার পানিবন্টন চুক্তি
__________________________
:
|| স্বাক্ষরিত হয়ঃ ১২ ডিসেম্বর ১৯৯৬।
|| পক্ষদ্বয়ঃ ভারত ও বাংলাদেশ।
:
|| স্বাক্ষরকারীঃ ভারতের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
:
|| স্বাক্ষর অনুষ্ঠানঃ ভারতের রাজধানী নয়াদিল্লীর হায়দ্রাবাদ হাউসে।
|| মেয়াদকালঃ ৩০ বছর (১৯৯৬ - ২০২৬)
:
|| লক্ষ্য ও উদ্দেশ্যঃ শুষ্ক মৌসুমে বাংলাদেশকে গঙ্গা নদীর পানির ন্যায্যা অংশ প্রদান।
|| প্রধান শর্তঃ গঙ্গা নদীর পানি প্রবাহ ৭০ হাজার কিউসেক হলে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক আর ৭০ থেকে ৭৫ হাজার হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক, বাকিটুকু বাংলাদেশ।
[ ১ সেকেন্ডে ১ ঘনফুট পানির প্রবাহকে ১ কিউসেক বলে ]