◼️ #পরিসংখ্যান_রিপোর্টঃ- ২০১৯
☑️ মোট জনসংখ্যা ১৬.৪৬ কোটি।
☑️ গড় আয়ু ৭২.৩ বছর
☑️ পুরুষের আয়ু ৭০.৮ বছর এবং
☑️ নারীর আয়ু ৭৩.৮ বছর।
◼️ #প্রতিবেদনের_ফিডব্যাকঃ-
☑️ ২০১৭ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২ বছর।
☑️ ২০১৬ সালে ৭১.৬ বছর,
☑️ ২০১৫ সালে ৭০.৯ বছর,
☑️ ২০১৪ সালে ৭০.৭ বছর,
☑️ ২০১৩ সালে ৭০.৪ বছর এবং
☑️ ২০০৮ সালে গড় আয়ু ছিল ৬৬.৮ বছর।
◼️ প্রতিবেদনে আরও বলা হয়ঃ-
☑️ ২০১৮ সালে দেশের জনসংখ্যা বেড়েছে ১৯ লাখ।
☑️ পুরুষের সংখ্যা বেড়ে হয়েছে ৮ কোটি ২৪ লাখ ও
☑️ নারীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ কোটি ২২ লাখ।
☑️ ২০১৭ সালে জনসংখ্যা ছিল ১৬ কোটি ২৭ লাখ।
◼️ এছাড়াও
এমএসভিএসবি’র জরিপে উঠে এসেছে, দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত।
☑️ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮.১৩ ভাগ।
☑️ মাথাপিছু আয় ১,৯০৯ ডলার।
◼️ জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার
☑️ ২০১৮ সালে ১.৩৩%,
☑️ যা ২০১৭ সালের তুলনায় ০.০১% কম।