|| রিভিউ ||
বইঃ স্ন্যাপশট
লেখকঃ ব্র্যান্ডন স্যান্ডারসন
অনুবাদঃ মোঃ ফুয়াদ আল ফিদাহ
প্রকাশকঃ প্রতিচ্ছবি প্রকাশনী
প্রকাশকালঃ এপ্রিল, ২০১৯
ঘরানাঃ ফ্যান্টাসি/ক্রাইম থ্রিলার/সাইফাই
প্রচ্ছদঃ সজল চৌধুরী
পৃষ্ঠাঃ ১১২
মুদ্রিত মূল্যঃ ২২০ টাকা
ধরণঃ হার্ডকভার
কাহিনি সংক্ষেপঃ স্ন্যাপশট হলো আমেরিকার নিউ ক্লিপারটন প্রশাসনের মালিকানাধীন একটা অলীক জগৎ। যেটাকে মূলত ব্যবহার করা হয় নিকট অতীতে ঘটে যাওয়া নানা ছোট-বড় অপরাধের ক্লু খোঁজার কাজে। স্ন্যাপশটে প্রবেশ করা মানে নিকট অতীতের কোন একটা দিনে ফিরে যাওয়া, যেখানে হুবহু সবকিছু ওই দিনের মতোই ঘটছে। এতে করে অপরাধ সম্পর্কে জানা ও অপরাধীকে চিহ্নিত করা সম্ভব হয়।
স্ন্যাপশটে রিয়েল ওয়ার্ল্ড থেকে প্রবেশের অধিকার আছে মাত্র দুজন মানুষের। এরা হলো ডিটেকটিভ অ্যান্থনি ডেভিস এবং ওর পার্টনার ডিটেকটিভ চ্যায। কিন্তু ওদের দুজনকে কখনোই জটিল কোন অপরাধের তদন্তের দায়িত্ব দেয়া হয়না। ছোটখাটো নানা কেস সমাধান করেই দিন কাটে ডেভিস ও চ্যাযের। এই স্ন্যাপশটের নকল দুনিয়ায় শুধু ওরা দুজনই আসল মানুষ, যারা বহন করছে মহা ক্ষমতাধর ব্যাজ। যে ব্যাজ দেখার সাথে সাথে স্ন্যাপশটের অধিবাসীরা অস্বাভাবিক আচরণ করা শুরু করে৷
একটা সাধারণ খুন ও একটা পারিবারিক অশান্তির ঘটনার তদন্ত করতে স্ন্যাপশটে প্রবেশ করে এবার ডিটেকটিভ ডেভিস ও চ্যাজ অদ্ভুত একটা ব্যাপার আবিস্কার করে। অনেকটা কাকতালীয় ভাবেই ওদের দুজনের সামনে একটা সিরিয়াল কিলিংয়ের কেস চলে আসে যা রিয়েল লাইফ হেডকোয়ার্টার প্রিসিঙ্কট সম্পূর্ণ গোপন রেখেছিলো ওদের দুজনের কাছ থেকে। কৌতুহলী দুই ডিটেকটিভ স্ন্যাপশটের ওই জগতেই তদন্তে নেমে পড়ে।
ধীরে ধীরে সামনে আসে 'দ্য ফটোগ্রাফার' নামের এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের কিছু গা শিউরানো কর্মকাণ্ড, যে কি-না নিজেও স্ন্যাপশটের অলীক অস্তিত্ব সম্পর্কে সম্যক ধারণা রাখে। ডিটেকটিভ ডেভিস ও চ্যায ওই অলীক দুনিয়াতে কতোটুকু নিরাপদ থাকবে তাও একটা সময় প্রশ্ন হয়ে দেখা দেয়। আর এসবের মধ্যেও ডিটেকটিভ ডেভিসের তিক্ত ব্যক্তিগত জীবন তাড়া করে ফিরতে থাকে তাকে।
স্ন্যাপশট আর বাস্তব দুনিয়া মধ্যে সৃষ্টি হয় অদ্ভুত এক টানাপোড়েন। আর এটাই টেনে নিয়ে যায় ততোধিক অদ্ভুত এই গল্পটাকে।
পাঠ প্রতিক্রিয়াঃ 'স্ন্যাপশট' নভেলাটাকে আসলে নির্দিষ্ট কোন ঘরানায় ফেলা যায়না। এটা একইসাথে ফ্যান্টাসি, ক্রাইম থ্রিলার ও এতে সায়েন্স ফিকশনের আবহও টের পাওয়া যায়। বইয়ের ব্যাককভারের কাহিনি সংক্ষেপ পড়ে বেশ আগ্রহী হয়ে উঠেছিলাম বইটা কেনার আগে। পড়া শেষে বুঝলাম, সিলেকশনটা খারাপ ছিলোনা।
বাস্তবতার একদম কাছাকাছি অবাস্তব একটা দুনিয়ায় দুজন বাস্তব জগতের মানুষের সাথে ঘটে যাওয়া নানা রোমাঞ্চকর ঘটনা নিয়েই লেখক ব্র্যান্ডন স্যান্ডারসনের 'স্ন্যাপশট' নভেলাটা। বইটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে এর কাহিনির ভেতরের এক ভয়ঙ্করতম সিরিয়াল কিলার। যার পিছু নিয়ে বইয়ের প্রধান দুই চরিত্র ডেভিস ও চ্যায অদ্ভুত কিছু সত্য আবিস্কার করে।
সাইকো থ্রিলার বরাবরই আমার পছন্দের ঘরানা। আর 'স্ন্যাপশট'-এর সিরিয়াল কিলার আমাকে সাইকো থ্রিলারের দারুন এক স্বাদ আস্বাদনের সুযোগ দিয়েছে। বিশেষ করে এর শেষের দিকের টুইস্ট আর অভাবনীয় সমাপ্তির জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলামনা। 'স্ন্যাপশট'-এর সাথে আমার সময়টা ভালো কেটেছে।
এক বসায় শেষ করে ফেলার মতো একটা বই, নিঃসন্দেহে। মোঃ ফুয়াদ আল ফিদাহ'র অনুবাদ নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই৷ ঝরঝরে অনুবাদে তিনি বরাবরই সিদ্ধহস্ত। সজল চৌধুরীর করা প্রচ্ছদটাও ছিলো দারুন দৃষ্টিনন্দন। আগ্রহীরা চাইলে 'স্ন্যাপশট'-এর অলীক জগতে একবার ঘুরে আসতে পারেন।