□প্রণালী মনে রাখার টেকনিকঃ
.
১) আই বালটার উত্তর ভুল।
.
ব্যাখ্যা: আই=আ-আফ্রিকা;ই-ইউরোপ
বালাটার-জিব্রাল্টার প্রণালী
উত্তর-উত্তর সাগর;ভুল-ভূমধ্যসাগর
অর্থাৎ,জিব্রাল্টার প্রণালী আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে আর উত্তর সাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে।
___________________________________
২) এই কম কথা বলে বসে থাক।
.
এই=এ-এশিয়া;ই-ইউরোপ
কম=ক-কৃষ্ণসাগর;ম-মর্মর সাগর
বসে-বসফোরাস প্রণালী
অর্থাৎ,বসফোরাস প্রণালী এশিয়া ও ইউরোপকে পৃথক আবার কৃষ্ণসাগর ও মর্মর সাগরকে যুক্ত করেছে।
___________________________________
৩) সুজা সুন্দরবন জাভা নাকি?
.
সুজা=সু-সুমাত্রা;জা-জাভা
সুন্দরবন-সুন্দা প্রণাণী
জা-জাভা সাগর;ভা-ভারত মহাসাগর
___________________________________
৪) FB-তে ইংলিশ শিখার আটটি উত্তর আছে।
.
FB=F-France;B-Britten
ইংলিশ-ইংলিশ চ্যানেল
আটটি-আটলান্টিক মহাসাগর
উত্তর-উত্তর মহাসাগর
__________________________________
৫) ভাশি পোকা আভার কামড় দিল।
.
ভাশি=ভা-ভারত;শি-শ্রীলঙ্কা
পোকা-পক প্রণালী
আভার=আ-আরব সাগর;ভা-ভারত মহাসাগর
___________________________________
৬) মইন দাদা তুরস্কে যাবে।
.
মইন=ম-মর্মর সাগর;ই-ইজিয়ান সাগর
দাদা-দার্দানেলিস প্রণালী
তুরস্ক-তুরস্ক+ তুরস্ক
___________________________________
৭) ইস্! পাও তরমুজ খাব কেন?
.
ইস=ই-ইরান;স-সংযুক্ত আরব আমিরাত
পাও=পা-পারস্য উপসাগর;ও-ওমান উপসাগর
তরমুজ-হরমুজ প্রণালী
___________________________________
৮) আমেনা এসে উত্তর দিল সে বিয়ের রিং পড়বে না।
.
আমেনা-আমেরিকা, এসে-এশিয়া
উত্তর-উত্তর সাগর
রিং-বেরিং আবার রিং-বেরিং প্রণালী
__________________________________
৯) যুলির নামে আটবার শান্তি বর্ষিত হউক।
.
যুলির-যুক্তরাষ্ট্র,নামে-পানামা
আবার নামে-পানামা প্রণালী
আটবার-আটলান্টিক মহাসাগর
শান্তি-প্রশান্ত মহাসাগর
__________________________________
১০) কোরিয়ায় গিয়ে পূজা করব জেনে রাখো।
.
কোরিয়া-কোরিয়া প্রণালী
পূজা=পূ-পূর্ব চীন;জা-জাপান সাগর
করব-কোরিয়া,জেনে-জাপান
_________________________________
১১) মালা বাজার থেকে সুমার জন্য ব্রা কিনেছে।
.
মালা-মালাক্কা প্রণালী
বাজার=বা-বঙ্গোপসাগর;জা-জাভা সাগর
সুমার=সু-সুমাত্রা;মা-মালয়েশিয়া
_________________________________
১২) ইকরাম MA না পড়লে মীম তার সাথে KFC তে ফুসকা খাবে না।
.
MA=M-মেক্সিকো উপসাগর;A-আটলান্টিক মহাসাগর
KFC=K-কিউবা;F-ফ্লোরিডা
ফুসকা-ফ্লোরিডা প্রণালী
________________________________