উত্তর : ১৯৯৯ সালে বিশ্বব্যাংক ও আইএমএফ (IMF) দেশভিত্তিক দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (PRSP- Povery Reduction Strategy Papers) কার্যক্রম গ্রহণ করে। উন্নয়ন সহযোগীদের পরামর্শ ও চাপে সরকার ২০০৩ সালে পঞ্চবার্ষিক পরিকল্পনা বাদ দিয়ে গ্রহণ করে দারিদ্র্য নিরসন কৌশলপত্র বা (PRSP- Povery Reduction Strategy Papers)। ২০০৩-০৮ সালে বাস্তবায়িত হয় প্রথম (PRSP- Povery Reduction Strategy Papers)। দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে (PRSP- Povery Reduction Strategy Papers) নীতি গ্রহণকারী বাংলাদেশ দ্বিতীয় (PRSP- Povery Reduction Strategy Papers) কার্যক্রম পরিচালনা করে।
২০১৪-১৫ সালে জিডিপি ৮ শতাংশে উন্নীত করা এবং দারিদ্র্যের হার ৩০ শতাংশ নামিয় আনার লক্ষ্য নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (NEP) সভায় ২৯ ডিসেম্বর ২০০৯ সংশোধিত দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্র (PRSP- ২) অনুমোদিত হয়।