দারিদ্র এবং হত দারিদ্র্য হারঃ
গত জুন মাসের শেষে দেশের দারিদ্র্য হার সাড়ে ২০ শতাংশে নেমে এসেছে। ২০১৮ সালের জুন মাস শেষে এই হার ছিল ২১ দশমিক ৮ শতাংশ। এ দিকে গত জুন শেষে অতি দারিদ্র্য হার নেমেছে সাড়ে ১০ শতাংশে। এক বছর আগে এর হার ছিল ১১ দশমিক ৩ শতাংশ।
সূত্রঃ প্রথম আলো ফেসবুক সংস্করণ।
॥
পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি
১১-১২-২০১৯ তারিখে সেতুর ১৮ তম স্প্যান বসানো হয়েছে।এবং সেতুটির ২৭০০ মিটার দৃশ্যমান হয়েছে।
রেফারেন্স: প্রথম আলো (১০-১২-২০১৯)
উল্লেখ্য, ১২ ডিসেম্বর, ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির উদ্বোধন করেন।
॥
মেট্রোরেলের সর্বশেষ অগ্রগতি
বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' ইতোমধ্যে ১৩ টি ভাষায় অনূদিত হয়েছে।সর্বশেষ ইটালিয় ভাষায় অনুবাদ করেছেন 'আন্না কোক্কিয়ারেল্লা'
উত্তরা থেকে মিরপুর পর্যন্ত পাইলিং-এর কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এবং খামারবাড়ি থেকে বাংলামোটর পর্যন্ত পাইলিং এর কাজ চলমান।