উত্তর : আর্থিক উদ্দেশ্যগুলো নিচে আলোচনা করা হল :
ক. আর্থিক বাজারের উদারীকরণের তথা আর্থিক উদারীকরণের মূল উদ্দেশ্য হল – আর্থিক সম্পদের কাম্য বণ্টন ও তার প্রয়োগ।
খ. বিভিন্ন দেশের আর্থিক বাজারগুলোতে একত্র করে যদি বিশ্ব আর্থিক বাজার প্রস্তুত করা হয়, তবে আর্থিক বাজার প্রস্তুত করা হয়, তবে আর্থিক উপকরণ তথা অর্থ তহবিলের দ্রুত চলাচল নিশ্চিত করা যাবে। পুঁজির গতিশীলতা বৃদ্ধিই আর্থিক উদারীকরণের মূল লক্ষ্য।
গ. আর্থিক উদারীকরণ হল – মুক্ত বাণিজ্যেরই অনুষঙ্গ। বাণিজ্য সম্প্রসারণের সাথে সাথে মূলধন উপকরণের অবাধ চলমানতা আর্থিক উদারীকরণের মাধ্যমে সম্ভব হয়ে উঠবে।
ঘ. আর্থিক উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন তথা জনগণের জীবনমানের গুণগত বিকাশ অঙ্গাঙ্গীভাবে জড়িত।
.