IR (Infrared Ray): 10-3 থেকে 10-6 তরঙ্গদৈর্ঘের রশ্মিকে অবহেলিত রশ্মি (Infrared Ray) বলে।
বৈশিষ্ট্য: এটি আলো নয় রশ্মি। এই বিকিরণ এর তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা সামান্য বড়। খালি চোখে এদের দেখা যায় না উইলিয়াম হার্শেল ১৮০০ সালে এই বিকিরণ আবিষ্কার করেন। সূর্য, কাঠের আগুন থেকে বিকীর্ণ তাপ অবলোহিত রশ্মি।
ব্যবহার:
১. অন্ধকারে ছবি তোলার জন্য জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত হয়
২. প্রযুক্তির নানা ক্ষেত্রে যেমন সামরিক চিকিৎসা শিল্প আবহাওয়া কৃষি ইত্যাদিতে ব্যবহৃত হয়
৩. অন্ধকারে দেখার গোগলসে ব্যবহৃত হয়
৪. সৌরচুল্লি ও সৌর হিটারে ব্যবহৃত হয়