ডাটা কি ?
ডাটাবেস সম্পর্কে জানতে গেলে আগে এটা জানা প্রয়োজন ডাটা কি ?
আমরা কম বেশি সবাই জানি ডাটা আসলে কি। সহজে বলতে গেলে ডাটা বলতে কোনো কিছুর তথ্য কে বোঝায়।
আপনার ক্ষেত্রে ডাটা কি হতে পারে ? আপনার নাম ,ইমেইল ,ঠিকানা। ফোন নম্বর ইত্যাদি এক একটি ডাটা।
আবার একটি স্কুলের ক্ষেত্রে তার স্টুডেন্টদের পার্সোনাল ইনফরমেশন এ এক প্রকার ডাটা।
আবার একটি ব্যাঙ্ক এ কাস্টমারের ব্যাঙ্ক ডিটেলসই হলো ডাটা। অর্থাৎ দেখা যাচ্ছে সব ক্ষেত্রে ডাটা রয়েছে সুতরাং একটি স্কুলের যেমন ডাটা রাখার প্রয়োজন রয়েছে তেমনি একটি ব্যাংকেরও ডাটা কোথাও জমা রাখার প্রয়োজন রয়েছে।এই সমস্যাটি সমাধান করে ডাটাবেস।
ডাটাবেজ কি
ডাটাবেজ হলো একটি তথ্য সংরক্ষণের ব্যবস্থা, যেখানে সম্পর্কিত তথ্য প্রথমে সংগ্রহ করা হয়, সেগুলিকে জমা রাখা হয়, এবং প্রয়োজন বিশেষে সেখান থেকে আক্সেস করা যায়।
আগেকার দিনে অফিস স্কুল কলেজে গিয়ে আপনি দেখে থাকবেন সেখানে ডাটা জমা করার জন্য অনেক ফাইল এর ব্যবহার হতো, এমন কি অনেক পুরনো সিনেমায় থানায় পুরনো ফাইল বের করার দৃশ্য দেখা যায়।
কিন্তু আজকালকার দিনে ফাইলে জমা করার ব্যাপার পুরোপুরি উঠে গেছে। এর বদলে এসেছে ডাটাবেজ , সেখানে আপনি যে কোন তথ্য জমা রাখতে পারবেন শুধু ইন্টারনেট ও কম্পিউটারের মাধ্যমে। এই পুরো ব্যাপারটাই হয় ডিজিটাল ।
ডাটাবেজ এর বৈশিষ্ট্য
-
একটি ডাটাবেজ তৈরি করার পর সেটিকে সেটিকে আপডেট করার প্রয়োজন হয় যাতে আরো নতুন ডাটা জমা করা যায়
-
লাইব্রেরীতে যেমন নির্দিষ্ট বিষয়ের বই নির্দিষ্ট জায়গায় রাখা হয় তেমনি ডাটাবেসের ক্ষেত্রেও শ্রেণীবদ্ধ ভাবে সাজানো খুবই প্রয়োজন কারণ সেক্ষেত্রে প্রয়োজনীয় ডাটা খুঁজে পাওয়া যায় খুব সহজে।
-
ডাটা জমা রাখতে কম্পিউটারের সাথে হার্ডডিক্সকে যুক্ত করা হয় অথবা ক্লাউড কম্পিউটিং এর সাহায্য নেওয়া হয়।