♦মাথা শব্দটির রীতিসিদ্ধ প্রয়োগ ও নানাবিধ ব্যবহারঃ
♦♦ মাথাঃ
মাথা ঠান্ডা রেখে কাজ কর → Work with a cool head.
আমি তার কথার মাথা মুন্ঠু কিছুিই বুঝতে পারলাম না → I could make head or tail of what he said.
আমার খুব মাথা ধরেছে → I have a bad headache.
আমার মাথা ঘুরছে → I feel giddy .
আমার অঙ্কে মাথা নেই → I have no head for mathematics.
তার মাথা খারাপ হয়ে গেছে → He is off his head or He has gone mad.
তার মাথা নেই → He has no brains.
তার মাথাটি বেশ পরিষ্কার → He has a clear brain.
সে মাথা গরম করে চলে গেল → He lost his temper and left the place or he left the place in a huff.
তুমি কি আমার মাথা কিনেছ নাকি? → Do do think that I have sold myself to you?
তুমি আসলেই মাথা মোটা → You are really idiotic or you are really a block headed person.
সে ছেলেটির মাথা খেয়েছে → He has spoiled the child.
সংবাদটা শুনে মাথায় হাত দিয়ে পড়ল → He was stunned by the news.He was simply dazed when he heard the news.
দেনায় তোর মাথার চুল পর্যন্ত বিকে গেছে → He is over head and ears in debt.
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ?→Are you off your head?
তোমার অপমানে আমার মাথা কাটা গেছে →The insult to you has made me extremely ashamed.
মাথা খাও, যদি সেখানে যাও → For Heaven's sake , don't go there. এ বৃদ্ধই এ গাঁয়ের মাথা → It is this old man this old man who is the head of this village.
তিনি এ গ্রামের মাথা → He is the head this village.
অতিরিক্ত আদর তিনি ছেলেটির মাথা খেলেন → He spoiled the boy by over indulges.
জীবনে যাতে মাথা তুলে দাঁড়াতে পার চেষ্টা কর →Try to hold up your head in life.