উত্তর : বেইল আউট হচ্ছে আর্থিক সংকটের সময়ে আর্থিক সহায়তা দানের মাধ্যমে কোন ব্যবসায় প্রতিষ্ঠান বা কোন দেশের অর্থনীতিকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করা। সাম্প্রতিক ইউরোপিয়ান ঋণ সঙ্কট বিশেষ করে গ্রিস ঋণ সঙ্কটে এই Bail Out আর Troika (ট্রয়কা) শব্দ দুটি সবচেয়ে বেশি আলোচিত হয়। ট্রয়কা বা Troika একটি রাশিয়ান শব্দ। এর অর্থ হচ্ছে তিনটি উপাদানের সমাহার বা A Set of Three। ইউরোপীয় ঋণ সঙ্কটের সময় ইউরোপের ৫টি দেশ- গ্রিস, আয়ারল্যান্ড, পর্তুগাল,স্পেন, সাইপ্রাস-কে বেইল আউটের মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে চরম অর্থনৈতিক মন্দাভাবের হাত থেকে উদ্ধার করা হয়। যে ৩টি প্রতিষ্ঠান এই বেইল আউটের জন্য এগিয়ে আসে তাদেরকে একত্রে ট্রয়কা বা Troika বলে। প্রতিষ্ঠান ৩টি হচ্ছে :
ক. IMF খ. European Commission গ. European Central Bank