একজন ব্যাটসম্যান ১০ টি উপায়ে আউট হয়ে ব্যাটিং পিচ থেকে তার দলের শিবিরে ফিরে আসতে পারেন ।
এদের মধ্যে সবচেয়ে সাধারণ এবং সচারাচর দেখতে পাওয়া যায় ৫ টি ,সেগুলো হল
১.ক্যাচ আউট : ফিল্ডারের হাত মাটি থেকে উপরে থাকতে হবে ।
২. বোল্ড আউট : বেইল স্টাম্প থেকে পড়ে যেতে হবে ।
৩.এল. বি. ডব্লিউ ( লেগ বিফোর উইকেট ) : ( বল অফ স্টাম্পের বাইরে অথবা লেগ স্টাম্পের ভিতরে এবং বল স্টাম্প অভিমুখী হতে হবে ,একই সাথে বল ব্যাটের সাথে সংযোগ হতে পারবে না একই সাথে ইম্পেক্ট লাইনের মধ্যে থাকতে হবে)
৪.রান আউট : ব্যাটসম্যানকে দাগ অন্তত একবার অতিক্রম করতে হবে ।
৫. স্টাম্পিং : দাগের পিছনে ব্যাটসম্যানের পায়ে কিছু অংশ থাকতে হবে ।
এবং বাকি ৫ টি সচরাচর দেখা যায় না । সেগুলো হল ,
৬. টাইম'ড আউট : ব্যাটসম্যান মাঠে আসতে বেশী দেরী হলে ।
৭. হিট উইকেট : ব্যাটসম্যান নিজেই উইকেট বা স্টাম্পের বেইল ফেলে দিলে।
৮.হিট দ্য বল টুয়াইস : ব্যাটসম্যান একই বলে দুইবার হিট করলে ।
৯. হ্যান্ডেল্ড দ্য বল : ব্যাটসম্যান বোলারের অনুমতি ব্যতীত বল হাত দিয়ে ধরলে বা স্পর্শ করলে ।
১০. অবস্ট্রাক্টিং দ্য বল : ব্যাটসম্যান সচরাচর আউটগুলো হওয়া থেকে বাঁচতে হাত বা ব্যাট ব্যবহার করলে ।