উত্তর : আমদানী বাণিজ্য নিয়ন্ত্রণ করার জন্যে যেসব কৌশল অবলম্বন করে সংরক্ষণের নীতি (Portectionism) বাস্তবায়ন করা হয় সেগুলো হলো –
ক. ট্যারিফ : আমদানি বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য আমদানি পণ্যের উপর উচ্চ হারে ট্যারিফ নির্ধারণ করা হয়। এতে আমদানি পণ্যের মূল্য বৃদ্ধি পায় এবং অভ্যন্তরীণ পণ্যের সাথে প্রতিযাগিতায় পিছিয়ে পড়ে।
খ. কোটা : পণ্য আমদানি নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র আমদানি পণ্যের উপর কোটা আরোপ করে পণ্য আমদানি সীমিত করে দেয়। এতে করে স্থানীয় পণ্যের বাজার প্রতিযোগিতার হাত থেকে রক্ষা পায়।
গ. প্রশাসনিক প্রতিবন্ধকতা :
ঘ. এন্টিডাম্পিং :
ঙ. মুদ্রার অবমূল্যায়ণ :
চ. প্যাটেন্ট আইন :