Steps of formal Speech:
There are three steps in formal Speech . They are mentioned
below :
1.Addressing (সম্মোধন)
2.Body of Speech ( গর্ভাংশ / মূল বক্তব্য))
3.Conclusion ( শেষকথা)
ভাল বক্তব্য দেওয়ার জন্য আগেই বক্তব্য প্রস্তুত করা দরকার। হাতে গোনা কিছু মানুষ তৎক্ষণাৎভাবে চমৎকার বক্তব্য দিতে পারে, কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে প্রস্তুতি না দিলে বক্তব্য এলোমেলো হয়ে যেতে পারে। মঞ্চে উঠার পূর্বে মনে মনে অথবা ছোট্ট চিরকুটে বক্তব্যের মূল বিষয় সাজিয়ে নেওয়া যেতে পারে।
2.সতর্কতাঃ-
শ্রোতা বুজতে না পারে এমন বক্তব্য দিবেন না। শুদ্ধ ইংরেজি বলার চেষ্টা করতে হবে। ইংরেজি বক্তব্য দেওয়ার সময় কোন ভুল পরিসংখ্যান বা তথ্য দিবেন না । অত্যন্ত উচু গলায় বক্তব্য না দেওয়া ভাল। কোন quotation অথবা proverb correctly use করবেন । বক্তব্য দীর্ঘায়িত করবেন না।