আলো এক প্রকার শক্তি বা বাহ্যিক কারণ যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জাগায়। প্রাচীনকাল থেকেই মানুষ আলোর প্রকৃতি উদঘাটনের চেষ্টা করে আসছে। মিশরিয়ও গ্রীক দার্শনিক মনে করতেন আমাদের চোখ হতে আলো কোন বস্তুর ওপর পড়লে আমরা সেই বস্তু দেখতে পাই। কিন্তু এই ধারণাকে ভুল প্রমাণিত করে দশম শতকের শেষের দিকে আরবীয় বিজ্ঞানী আল হাসান পরীক্ষা-নিরীক্ষার সাহায্যে প্রমাণ করেন যে কোন বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়লেই আমরা বস্তুটি দেখতে পাই।
আলোর ধর্ম:
১. আলো এক প্রকার শক্তি
2. কোন স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলো সরল পথে চলে
৩. কোন নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ নির্দিষ্ট শূন্যস্থানে আলোর বেগ সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বা ৩x১০৮ ms-১। শূন্য মাধ্যমে আলোর চেয়ে বেশি বেগে কোন বস্তু চলতে পারে না।
৪. আলো এক প্রকার তড়িৎ চুম্বক তরঙ্গ।
৫. আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, বিচ্ছুরণ ও সমবর্তন ঘটায়।
৬. আলো কখনো তরঙ্গের মতো, আবার কখনো কণার মতো আচরণ করে। একে আলোর তরঙ্গ কনা দ্বৈত সত্ত্বা বলে
৭. আলো বিভিন্ন বস্তুকে দৃশ্যমান করে কিন্তু নিজে অদৃশ্য থাকে।