আলোর প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে পার্থক্য নিচে দেয়া হল:
আলোর প্রতিফলন | আলোর প্রতিসরণ |
---|
আলো বায়ু বা অন্য কোন স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় যখন দ্বিতীয় কোন মাধ্যমে বাধা পায়, তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু পরিমান আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। | আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোন স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশকালে আলোকরশ্মির গতিপথের দিক পরিবর্তন হয় আলোকরশ্মির এইদিক পরিবর্তনকে আলোর প্রতিসরণ বলে। |
---|
প্রতিফলনের ক্ষেত্রে আলোকরশ্মি যে মাধ্যম থেকে আপতিত হয় আবার সেই মাধ্যমে ফিরে আসে। | প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির প্রথম স্বচ্ছ মাধ্যম থেকে দ্বিতীয় স্বচ্ছ মাধ্যমে তির্যক ভাবে আপতিত হয়। |
---|
প্রতিফলন কোণ আপন কোণের সমান। অর্থাৎ, ∠ i = ∠ r | একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত ধ্রুবক। অর্থাৎ, sin ∠ i / sin ∠ r = ধ্রুবক |
---|