সিলেট বিভাগের শিক্ষার হার ৪৯.৩২%। (সিলেট: ৫১.২%; সুনামগঞ্জ : ৫০.০০%; মৌলভীবাজার: ৫১.১%; হবিগঞ্জ: ৪৫.০০%)। সিলেটের বিভাগের মোট শিক্ষা প্রতিষ্ঠান ৬,২৪২ টি। সিলেট বিভাগের উত্তর, পূর্ব ও দক্ষিণ দিকে উঁচু উঁচু পর্বত শ্রেণীর পাহাড়ী অঞ্চল। মূলত: মেঘালয়, খাসিয়া, জৈন্তিয়া, ত্রিপুরার পাহাড়ের মাঝামাঝি বিস্তৃর্ণ এলাকাটিই হচ্ছে সিলেট বিভাগ বা প্রাচীন শ্রীহট্ট। অভ্যন্তরীন সীমাভূমি বেশির ভাগ সমতল প্রান্তর। স্থানে স্থানে জঙ্গল ও বালুকাময় ক্ষুদ্র ক্ষুদ্র টিলা রয়েছে।