-:রূপক:-
এক নতুন সম্পর্কের চুক্তি করেছি ,
চেনা নামেই নাম দিয়েছি - ' বৌ ' ।
নাকের মাঝে ঝরে পড়া লাল রঙে চিনতে ইচ্ছে হয় -
আর, বর্ষা ভেজা ঠোঁটে খুঁজে ফিরি মৃদু মৃদু স্নায়ু।
অজানা স্পর্শে বাড়ে রক্তের স্রোত ,
এখন রাতের চাতক হয়ে চাঁদের অপেক্ষা করি।
বাঁশ পাতার রোঁয়াতে চিরে যায় আমার স্বদেশ,
আর ইচ্ছেনদী বয়ে চলে ইটভাটায় ওড়া ধুলোর মাঝে
লাও পাতার বৃন্তে জমে থাকা শিশিরে ,
অনুভূতি হয় - নাভির স্পর্শ।
বন্য ফুলের ডাকে আজ আর হয়না মোহিত,
শুধু চেয়ে দেখি অপুস্ফটিত পঞ্চমী জবার কুড়িঁ।
ভ্রমর হয়ে উড়ে বেড়াই - গোগ্রাসে গিলি আনন্দ।।
--- সুব্রত সরদার।
(১১/০৫/২০২১)
11 মে 2021
করেছেন
Subrata sardar