লেজার প্রিন্টার কি
আমাদের মনে একটি ধারণা আছে ,প্রিন্টার তরল কালার ব্যবহার করে কাগজের উপর নির্দিষ্ট অক্ষর গুলি ছাপে।
কিন্তু যদি লেজার প্রিন্টারে কথায় আসা হয়, লেজার প্রিন্টারে কোনো কালির ব্যবহার হয়না তার পরিবর্তে পাউডারের ব্যবহার করা হয়।
" লেজার " কথাটি শুনেই আমরা বুঝতে পারছি লেজার আলো বা বিম ব্যবহার করা হয়। আসলে এই প্রিন্টারে লেজার ব্যবহার করে পাউডার দিয়ে কাগজের উপর ছাপা হয়ে থাকে।
অর্থাৎ লেজার প্রিন্টার কি বলতে গেলে বলা যায় এটি সেই ধরনের প্রিন্টার যাতে কম্পিউটার সিগন্যাল লেজারের মাধমে ড্রামের উপর পরলে সেখানে সঠিক জাইগায় রঙের গুড়ো আটকে জায়।এবং সেটি প্রিন্ট হয়ে বেরিয়ে আসে ।
লেজার প্রিন্টার এর বৈশিষ্ট্য
-
টোনারের দাম তুলনামূলক বেশি হয়। অর্থাৎ যে কালি ব্যবহার করা হয় সেটি খুবই দামি হয়ে থাকে।
-
এটি আকারে অনেকটাই বড় হওয়ায় এটি বহনযোগ্য নয়।
-
এই ধরণের প্রিন্টারে প্রিন্টের খরচ পেজ হিসাবে বেশি পরে।
-
ছবি বা প্রিন্ট খুবই স্পষ্ট হয়ে থাকে।
-
এই ধরণের প্রিন্টার গুলো সাধারণত একটু দামি হয়ে থাকে।
-
এই প্রিন্টার একবার কিনলে অনেক বছর চলে অর্থাৎ দীর্ঘমেয়াদি হয়।
-
এই প্রিন্টারের প্রিন্ট করার গতি খুবই বেশি অর্থাৎ উচ্চ গতি সম্পন্ন হয়ে থাকে