ইভিএম মূলত ইলেকট্রনিক ভোটিং মেশিন হিসেবে পরিচিত। এর আরেক নাম হল-“ই-ভোটিং”। এই পদ্ধতি প্রথম চালু হয় যুক্তরাষ্ট্রে ১৯৬০ সালে। ২০১৮'র বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের সময় কয়েকটি আসনে পরীক্ষামূলকভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতি ব্যাবহার করা হয়।
একটি ইভিএম মেশিনে সর্ব্বোচ্চ প্রায় চার হাজার ভোট দেয়া যায় সফলভাবে। প্রার্থীর তালিকায় ৬৪ জনকে নিবন্ধন করা যায়। একটি ভোট দিতে নূন্যতম আনুমানিক ১৪ সেকেন্ড সময় লাগে।
পৃথিবীর বিভিন্ন দেশে ইভিএম পদ্ধতি চালু রয়েছে।আমেরিকা, রাশিয়া, কাজাখস্তান, পেরু, ব্রাজিল, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, ভেনিজুয়েলায় চালু রয়েছে ইভিএম প্রযুক্তির মাধ্যমে ভোট গ্রহণ পদ্ধতি।