বর্তমানে আমাদের দেশে থেকে ভ্রমনপিয়াসু মানুষের সংখ্যা বেড়েছে। এদের অনেকেই সারা বিশবে ভ্রমণ করে বেড়াচ্ছে। বর্তমানে গণচীন পর্যটনের অন্যতম আকর্ষন হিসেবে সয়ামদৃত। আপনি যদি চীনে ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে অব্যশই ভিসা এপ্লাই করতে হবে।
চীনের ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১।পাসপোর্ট (পাসপোর্টের নূন্যতম ৬ মাস মেয়াদ থাকতে হবে)।
২। ব্যাংক ব্যালেন্স নূন্যতম ১ থেকে ২ লক্ষ টাকা(জন প্রতি) সহ বিগত ৬ মাসের ব্যাংক ষ্টেটম্যান্ট দেখাতে হবে।
৩। আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে আপনার জন্য ট্রেড লাইসেন্স এর নোটারী কপি, কোম্পানী প্যাড ও ভিজিটিং কার্ড জমা দিতে হবে।
৪। চাকুরীজীবীদের জন্য অফিস থেকে এনওসি লেটার, ভিজিটিং কার্ড ও অফিসের আইডি কার্ডের কপি জপমা দিতে হবে।
৫। ছবি জমা দিতে হবে ২ কপি। রেজুলেশন ৩৩×৪৮ সাইজ রঙ্গিন, সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট প্রিন্ট।
আপনার ভিসা প্রসেসের জন্য প্রদত্ত যেকোনো ডকুমেন্টস ভূয়া অথবা জাল প্রমাণিত হলে, আপনার ভিসার আবেদনটি বাতিল হবে। আপনি উক্ত এম্বাসির কালো তালিকাভুক্ত হতে পারেন। এজন্য সঠিক ডকুমেন্ট অব্যশই সাবমিট করবেন।
এসকল ডকুমেন্ট আপনি চীনের দূতাবাসের ভিসা এপ্লাই সেন্টারে জমা দিবেন।