উচ্চ শিক্ষার সব ক্ষেত্রে বাংলা ভাষার প্রয়োগ নেই। বর্তমানে বাংলাদেশে উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষার ব্যবহার বেশি। প্রথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বাংলা ভাষা মোটামুটি দাপটে তার কর্তৃত্ব বজায় রাখলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ের অধিকাংশ জ্ঞান-শাখায় সে দুর্বল। তবে ইদানিং বাংলা ভাষার ব্যবহার বেড়েছে। ১৯৯৯ সালে ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুরারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ফলশ্রুতিতে ২০০০ সাল থেকে পৃথিবীর প্রায় সব স্বাধীন দেশ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করে আসছে। উচ্চ শিক্ষায় বাংলা ভাষার প্রয়োগ বাড়ানোর জন্য নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে : ১. জাতীয় শিক্ষানীতিতে বাংলাকে উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহারে বাধ্যতামূলককরণ।
২. বাংলা শব্দভাণ্ডার উন্নত করা।
৩. উচ্চ শিক্ষায় প্রয়োজনীয় গ্রন্থগুলোর বাংলায় অনুবাদের ব্যবস্থা গ্রহণ।
৪. বাংলা ভাষার জন্য গবেষণাকেন্দ্রের সক্রিয় ভূমিকা ও কার্যক্রম।
৫. বাংলা ভাষার শৈল্পিক, ব্যাকরণিক এবং লিখিত রূপের সহজবোধ্যতা আনয়ন।
৬. বাংলা ভাষার ঐতিহাসিক গুরুত্ব জাতিসংঘ কর্তৃক অন্যতম ভাষার স্বীকৃতির জন্য কূটনৈতিক তৎপরতা প্রয়োজন।
৭. সর্বস্তরে নির্ভুল ও গ্রহণযোগ্য বাংলা ভাষার প্রচলন।
৮. বাংলা ভাষার গুরুত্ব বোঝাতে সবার মাঝে সচেতনতা বৃদ্ধিকরণ,
৯. বাংলা সংস্করণে বেশি বেশি কম্পিউটার সফটওয়্যার তৈরি করা।