শিক্ষা হল একটি আচরনগত পরিবর্তন। কার্যকর শিক্ষা একটি শেখার অভিজ্ঞতা। শিক্ষা হল এমন একটি প্রক্রিয়া যেখানে শেখার সুবিধা বা জ্ঞান, দক্ষতা, মান, বিশ্বাস, এবং অভ্যাস অর্জন করা যায়। শিক্ষার বিভিন্ন পদ্ধতি রয়েছে। যেমন- গল্প, আলোচনা, শিক্ষণ, এবং প্রশিক্ষণ ইত্যাদি অন্তর্ভুক্ত। বেশিরভাগ অঞ্চলে, শিক্ষা একটি নির্দিষ্ট বয়সের জন্য বাধ্যতামূলক।শ্রীশ্রীঠাকুর এর মতে - “যার ভিতর দিয়ে মানুষের সহজাত সংস্কার, ঐতিহ্য, কৃষ্টি জাগ্রত হয়ে মানুষের ব্যক্তিত্ব সংহত হয়ে ওঠে সর্ব্বাঙ্গীন সুসঙ্গতি নিয়ে তাকেই বলে শিক্ষা”।