তার বিহীন ইন্টারনেট ব্যবস্থার অন্যতম মাধ্যম হল WiFi। এটি ব্যবহারের মাধ্যমে আপনি WiFi যুক্ত যে কোন ডিভাইসে ইন্টারনেট সুবিধা পেতে পারেন। এর সবচেয়ে বড় সুবিধা হল এর portability। একই সাথে আপনি আপনার ফোন অথবা ল্যাপটম ইত্যাদি ডিভাইসে একসাথে একটি মাত্র কেন্দ্রীয় ডিভাইস দিয়ে সংযোগ স্থাপন করতে পারেন। আর এই ডিভাইস কে ওয়াই ফাই রাউটার বলে।
ওয়াই ফাই একটি ওয়্যারলেস প্রযুক্তি যা অনেকটা সেলফোন টেকনলজির মতো। ওয়াই ফাই বেইজ স্টেশন বা রাউটারকে ইন্টারনেট কানেক্ট করা থাকলে তা ওয়াই ফাই ওয়েভ এর মাধ্যমে ওয়াই ফাই রিসিভার যুক্ত যে কোন ডিভাইসে কানেক্ট হয়ে ইন্টারনেট ছড়িয়ে দিতে পারে। যে কোন কম্পিউটার একটি WiFi সার্টিফাইড রেডিও (একটি পিসি কার্ড ) এর সহিত কনফিগার করা হলে তা যে কোন স্থানে কানেকশন প্রতিষ্ঠা করতে সক্ষম। ওয়াই ফাই সার্টিফিকেশন-এর অর্থ WiFi সার্টিফাইড প্রোডাক্টের মাধ্যমে বাড়ীতে, অফিসে, ক্যাম্পাসে এবং যে কোন পাবলিক এরিয়া যে কোন স্থানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কানেকশন পাওয়া।