পকেট রাউটার হলো ওয়াইফাই রাউটার এর মতো একটি যন্ত্র। যার সাহায্যে আপনি এর নেটওর্য়াক এর আওতাভুক্ত হয়ে চালাতে পারবেন। নেটওর্য়াক টা আসলে এক্ষেত্রে সিম অপারেটর দের প্রদত্ত নেটওর্য়াক অথাৎ তাদের এলাকা বর্হিভূত হলে সেটি আর কাজ করবে না। যেমন ওয়াইফাই রাউটার তার নিদিষ্ট এলাকা পর্যন্ত কাজ করে ঠিক তেমনই।
পকেট ওয়াইফাই কিছুটা মডেমের মতই কাজ করে থাকে। কিন্তু মডেমে ইনপুট করে ইন্টারনেট চালাতে হয়। আর পকেট ওয়াইফাইয়ে ওয়াইফাই কানেক্ট করে চালানো যায়। এর সুবিধা হলো একটু বেশি স্পিড পাওয়া য়ায় আর কয়েকজন একসাথে চালানো যায়।