লিঙ্কডই আস্তে আস্তে অনেক উন্নত এবং খুব ইউজার ফ্রেন্ডলি হচ্ছে। লিঙ্কডইন প্রোফাইল উন্নত করার বিভিন্ন কার্যকরি কৌশল রয়েছে নিচে তা দেখানো হল:
১. প্রথমে যেটি খেয়াল রাখতে হবে সেটি হল আপনার প্রোফাইল পিকচার এবং কাভার পিকচার। এমন পিকচার ব্যবহার করবেন যাতে আপনার প্রোফাইল দেখে যে কেউ আকৃষ্ট হয় এবং ভিজিট করে।
২. আপনার লিঙ্কডইন বায়োকে খুবই চমৎকার এবং ভালো ভাবে উপস্থাপন করুন যাতে আপনার প্রফাইলের যে কেউ দেখে আকৃষ্ট হয়। চমৎকার ইন্ট্রো আপনার প্রফাইল ভিজিটর বাড়াতে সাহায্য করবে।
৩. আপনার জব এক্সপেরিয়েন্স কে লিস্ট আকারে বিষদ ভাবে তুলে ধরুন। যেহেতু লিঙ্কডইন সর্বশেষ জব এক্সপেরিয়েন্স কে ফোকস করে সেহেতু আপনি সর্বশেষ কোম্পানীর কাজ গুলোকে আরো জোড়ালো এবং সাবলীল ভাবে তুলে ধরুন ধরুন। এতে আপনার জব পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন। তাছাড়া প্রতিটি কোম্পানিতে আপনার অর্জন ও এক্সপেরিয়েন্স গুলোকে শো করানোর জন্য আপনি যে কোন প্রেজেন্টেশান, ভিডিও, ছবি ইত্যাদি অ্যাড করতে পারেন। এগুলো মাধ্যমে ভিউয়ার আপনার প্রতি আরো আকৃষ্ট হবে।
৪। খুব প্রফেশনাল লিঙ্কড ইন প্রোফাইল তৈরির সময় কোন অপশনই খালি রাখবেন না। এখন আপনি আপনার একাডেমিক ব্যাক গ্রাউন্ড ও ভলুন্টিয়ার এক্সপ্রেরিয়েন্স গুলো দিন। প্রতিটি অপশন ফিল করলে লিংকডইন আপনার প্রোফাইলটি অল স্টার করে দিবে, যা কিনা আপানার ৪০ গুন প্রোফাইল ভিউ বাড়াবে।
৫. এরপর লোকে আপনার এন্ডোরসমেন্ট ও রেকমেন্ডেশান দেখবে। কতজন আপনাকে রেকমেন্ড করেছে, তাদের প্রোফাইল কি, কেন রেকমেন্ড করেছে এগুলোর থেকে তারা একটি ধারনা নিবে আপনার সম্পর্কে।
৬. আপনার আর্টিকেল, আপনার ট্রেনিং, শর্ট কোর্স এগুলো আগে লিঙ্কডইনে ডিটেইল দেখাতো, এখন আর ডিটেইল দেখায় না, এখন কেবল মাত্র মোট কতটি পাবলিকেশান আছে সেটা দেখায়, মোট কতটি ট্রেনিং আছে সেটা দেখায়, এরপর কেউ চাইলে ক্লিক করে ডিটেইল দেখতে পারেন।
ধন্যবাদ।
সূত্র