টুইটার একাউন্ট খোলা খুবই সহজ। এর জন্য যা যা করতে হবে তা নিচে দেওয়া হল।
১. প্রথমে https://twitter.com/ এর ওয়েব সাইটে প্রবেশ করুন আপনার ব্রাউজার থেকে।
২. এখন "Sign Up" বাটনে চাপ দিন।
৩. এখন “Create your account” নামের একটি ডায়ালগ বষ্ক আসবে। সেখানে “Name” এর জায়গায় আপনার নাম “Phone” এর জায়গায় আপনার ফোন নাম্বার দিতে হবে। যদি ফোন নাম্বার দিয়ে না খুলতে চান সেক্ষেত্রে ইমেইল দিয়ে খুলতে চাইলে, তার নিচে “Use email instead” লিংকে ক্লিক করুন। তখন আপনি ইমেইল এড্রেস বসার জায়গা পাবেন। সেখানে আপনার ইমেইল এড্রেস দিন এবং “Next” বাটনে চাপ দিন।
৪. এখন আপনাকে আবার “Next” বাটনে চাপ দিতে হবে।
৫. এখন আপনাকে টুইটার থেকে ভেরিফিকেশন কোড সহ মেইল বা ফোন দিয়ে করে থাকলে এস এম এস পাঠাবে এবং আপনার প্রাপ্ত কোড টি বসাতে হবে। এখন আবার নেক্সট বাটন চাপুন।
৬. এই পর্যায়ে আপনাকে আপনার একাউন্টের জন্য পাসওয়ার্ড দিতে হবে।
৭. সব ঠিক মত থাকলে আপনি একাউন্টে লগইন করতে পারবেন।
একাউন্ট পরবর্তী কাজ সমূহ।
১. একটি ইউনিক প্রফাইল নেম বানাতে হবে।
২. প্রফাইল ছবি এবং কাভার ইমেজ দিতে হবে।
৩. আপনার প্রফাইল বায়ো দিতে হবে।
৪. চাইলে ওয়েব সাইট এড্রেসও দিতে পারেন।
৫. কিছু মানুষের টুইটার একাউন্ট ফলো করতে হবে।
আপনি সব ঠিক মতো করতে পারলে হয়ে যাবে আপনার একটি টুইটার একাউন্ট। তাই দেরি না করে টুইট শুরু করে দিন। ধন্যবাদ