গ্রীন হাউন ইফেক্ট বা গ্রীন হাউজ প্রতিক্রিয়া যাই বলিনা কেন, এটি বর্মানে আমদের পৃথিবীবাসির জন্যে সবথেকে দুশ্চিন্তার কারন।
গ্রীন হাউস বলতে মূলত একটি কাঁচের ঘরকে বোঝায় যার ভেতর গাছপালা পরিচর্যা করা হয়। শীতপ্রধান দেশে যেখানে সূর্যের আলোর ঘাটতি আছে সেসব দেশে এর ব্যবহার বেশী দেখা যায়। এই গ্রীন হাউজের এর যেই প্রক্রিয়া সেটি আমাদের পরিবেশের মধ্যেও বিদ্যমান। মহাকাশে বহুদূরের পথ পেরিয়ে পৃথিবীর বায়ুমন্ডলকে অতিক্রম করে সূর্যের আলো এই পৃথিবীকে উত্তপ্ত করে। এই আলোর ঠিক অনেকটাই বিকিরিত হয়ে পূনরায় মহাশূন্যে ফেরত চলে যায়। যার ফলে এই আলো পৃথিবীকে খুব একটা উত্তপ্ত করতে পারে না। কিন্তু বর্ত্মানে বিশ্বায়নের ফলে বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে দিনকে দিন। যার কারনে পৃথিবীর তাপ মহাশূন্যে বিকিরিত হওয়ার জন্যে যাওয়ার সময় বায়ুমন্ডলের কার্বন ডাই-অক্সাইড তার থেকে কিছুটা অংশ ধরে রাখে। এরজন্যে বায়ুমন্ডলের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায়। এই প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড গ্রীন হাউজের কাচের দেওয়ালের মতন কাজ করে। তাই এই প্রক্রিয়াকে গ্রীন হাউন ইফেক্ট বলে।