সহজভাবে বলি, লিংকডইন হলো প্রফেশনাল বা পেশাদার ব্যক্তিদের জন্য সামাজিক যোগাযোগের সাইট।
হতে পারে আপনি বেশ বড় একটা কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ, একজন ব্যবসায়ী যে পাড়ায় ছোটখাটো একটা দোকান চালান অথবা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের কোন ছাত্র যে নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য সুযোগ খুঁজে বেড়াচ্ছে।
লিংকডইন হলো যে কারো জন্য এবং সবার জন্য যারা যারা নিজেদের পেশাদারি জীবনকে সিরিয়াসলি নিতে পছন্দ করেন, এবং যারা নিজেদের ক্যারিয়ারের উন্নতির জন্য নতুন নতুন সুযোগ খুঁজতে আগ্রহী এবং অন্য পেশার মানুষদের সাথে যোগাযোগের জন্য।
লিংকডইন অনেকটা ফেইসবুকের মতো অনেক সুযোগসুবিধা দিয়ে থাকে। এই সুযোগসুবিধাগুলো বিভিন্ন পেশা অনুসারে ভিন্ন হয়। কিন্তু, আপনি যদি ফেইসবুক কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগের সাইট ব্যবহারে অভ্যস্ত থাকেন তাহলে লিংকডইনে আপনার সমস্যা হবার কথাই না। কারণ, এইটা অনেকটাই অন্যান্য সামাজিক যোগাযোগ সাইটগুলার মতোই।