গর্ভস্তায় অনেক মা ই বিভিন্ন সমস্যায় ভোগেন।ত্বকের অযত্ন ও ভিটামিন যুক্ত খাবারের অভাব, মেলানিন হরমোনের প্রভাব ত্বক কালো হওয়ার অন্যতম কারন।
01.গর্ভবতী এক জন মহিলা অনেক খাবার ই খেতে পারে না ।আমরা জানি অনেক ভিটামিন যুক্ত খাবার আমারদের ত্বককে উজ্জ্বল করে।তাই সঠিক ভিটামিন যুক্ত খাবার ই ত্বক কালো হওয়ার প্রধান কারন।
02.ত্বকের অযত্ন ও অবেহেলা ত্বক কালো হওয়ার অন্যতম কারন।কারন গর্ভবস্তায় ত্বকের পরিচর্চা করা সম্ভব হয় না।
03.গর্ভবতী অবস্থায় রোগবীজাণু ঠেকানোর ক্ষমতা কমে যায়, অসুস্ততা গায়ের রং কালো হওয়ার অন্যতম কারন।
04.গর্ভবতী অবস্থায় মেলানিন হরমোনের বেড়ে যায় , মেলানিন হরমোনে ত্বক কালো হয়।