কবীরা গুনাহ্ ও সগীরা গুনাহ্ এর অনেক পরিচয় রয়েছে আর নিম্নে তা উল্লেখ্য :
০১/ যে গুনাহের কারণে গুনাহগারের প্রতি কঠোর ভীতি প্রদর্শন করা হয়েছে কুরআনের মাধ্যমে অথবা হাদীসের মাধ্যমে তাকে কবীরা গুনাহ্ বলে।
০২/ যে গুনাহের উপর শরয়ী হদ বা শাস্তি আসে তাকে কবীরা গুনাহ বলে ।
যেমন :চুরি,ডাকাতি,হত্যা,ব্যভিচার,মদ্যপান,অপবাদ প্রদান করা ইত্যাদি ।
০৩/ পবিত্র কুরআনের যে জিনিস হারাম হওয়ার কথা সুস্পষ্টরুপে েএসেছে অথবা যে গুনাহের উপর হদ (শাস্তি ) আসে
তাকে কবীরা গুনাহ্ বলে ।
০৪/ হযরত আলী (রাঃ) হতে বর্ণীত তিনি বলেন, যে গুনাহের আলোচনাকে আল্লাহ তা’য়ালা দোজখ,গজব,লা’নাত অথবা
আজাব শব্দ দ্বারা শেষ করেছেন তাই কবীরা গুনাহ্ ।
০৫/ সুফিয়ান শাওরী বলেন , বান্দাদের মধ্যকার জুলুম অত্যাচার হচ্ছে কবীরা গুনাহ্ আর বান্দা ও আল্লাহর মধ্যকার ত্রুটি
বিচ্যুতি হল সগীরা গুনাহ্ ।
০৬/ স্বেচ্ছায় কৃত গুনাহ্ হচ্ছে কবীরা আর খাতা ও ভূলবশত কৃত অথবা অপারগ ও বাধ্য হয়ে গুনাহ্ কৃত গুনাহ সগীরা।
০৭/ যে গুনাহকে কুরআন শরীফ হারাম শব্দ দ্বারা উল্লেখ করেছে তাহল কবীরা গুনাহ্ ।