Transistor শব্দটি trasfer + resistor সমন্বয়ে গঠিত। এটি ১৯৪৮ সালে বেল ল্যাবরেটরি তে আবিষ্কৃত হয়।এর প্রধান দুটি কাজ হল সুইচিং এবং বিবর্ধিতকরন(amplifying)..। এর মাধ্যমে যে কোন ছোট আকারের signal কে বড় আকারের signale রুপান্তর করা সম্ভব। যে কোন electronics system যেখানে কোন component বা কোন কিছুকে অত্যন্ত দ্রুতগতির সাথে অন/অফ (যাকে switching বলে) করা প্রয়োজন হয় ,এবং তা যদি মানুষের সীমার বাইরে হয়(যেমনঃ সেকেন্ড এ ১ লক্ষ বারের বেশী) সেখানে transistor ব্যবহার করা হয়।